স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে মাদক ব্যবসায়ী ডালিমকে (৫০) গ্রেফতার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার দাইরাদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের নাজেম মোল্লার ছেলে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজাহার জানান, ডালিম দীর্ঘ দিন ধরে বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে আসছিল। গোপনে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।