মাসুম বিল্লাহ: মানুষকে ঘরে রাখতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেন এর অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, আড়াইহাজারে মানুষকে সচেতন করতে, তাদেরকে ঘরে রাখতে এবং বাজার মনিটরিং করতে কঠোর অবস্থানে থেকে কাজ করছেন তিনি।
শুক্রবার দিন সকাল থেকে বিকাল পর্যন্ত আড়াইহাজার বাজার,ফাউসা, মারুয়াদী, বিনাইরচর, ব্রাক্ষন্দী, দিঘলদী, বগাদী কালিরহাট, রামচন্দ্রাদী, মানিকপুর, চৈতনকান্দা, দয়াকান্দা, জাঙ্গালিয়া,উচিৎপুরা সদাসদী গ্রামে এ অভিযান পরিচালিত হয়। এতে মানুষকে কঠোরভাবে সাবধানতা অবলম্বন করতে বলা হয় বাড়ি থেকে অপ্রয়োজনে বের হবার ব্যাপারে।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন জানান, মানুষকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। যারা অপ্রয়োজনে বের হয়েছেন তাদেরকে সাবধান করে ঘরে ফেরানো হয়েছে এবং বাজার মনিটরিং অব্যাহত রয়েছে যেন কেউ দ্রব্যমূলের বাড়তি মূল্য না রাখতে পারে। সকলকেই আহবান জানানো হয়েছে যেন ঘর থেকে কোন জরুরি প্রয়োজন ব্যতিত বের না হয়। কেউ বিনা প্রয়োজনে ঘুরাঘুরি করতে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।