মাসুম বিল্লাহ: আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের নৈকাহন আখরপাড়া গ্রামের মালয়েশিয়া মৃত হাছেন আলীর পরিবারের জমির ধান কেটে দিল অভিবাসী ফোরামের সদস্যরা।
অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন ওকাপ আড়াইহাজারের ফিল্ড অফিসার মো: আমিনুল হক জানান, ফতেপুর, দুপ্তারা ইউনিয়ন ও আড়াইহাজার পৌরসভার ফোরাম সদস্য বৃন্দ ডাক্তার রমিজ উদ্দিন, মন্তাজদ্দিন, হান্নান মিয়া, তৌফিকুর রহমান, হাবিবুর রহমান, ইব্রাহিম মোল্লা, দেলোয়ার হোসেন, ওকাপ ফিল্ড অফিসার আমিনুল, ফিল্ড অর্গানাইজার ছোবাহান আলী সহ অন্যান্য অভিবাসী ফোরাম সদস্য বৃন্দ কার্যক্রমে অংশনেন।তারা এই কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান ওকাপ কর্মকর্তা আমিনুল হক।