স্টাফ রিপোর্টার: মালয়েশিয়া ফেরত পন্ডিতের পাকা ধান কেটে দিল অভিবাসী ফোরাম সদস্যরা।
আড়াইহাজার উপজেলা হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামের মালয়েশিয়া ফেরত অভিবাসী অদুদ আহমেদ পন্ডিতের বার শতাংশ জমির পাকা ধান কেটে দিল আড়াইহাজার পৌর, ফতেপুর ও হাইজাদী ইউনিয়নের অভিবাসী ফোরামের সদস্যরা।
আড়াইহাজার পৌর অভিবাসী ফোরাম সভাপতি তৌফিকুর রহমান, ফতেপুর ইউনিয়ন অভিবাসী ফোরাম সভাপতি মন্তাজদ্দীন, সাধারণ সম্পাদক নাজমূল হক বকুল, হাইজাদী ইউনিয়ন অভিবাসী ফোরাম সভাপতি ডাক্তার রমিজ উদ্দিন, ওকাপ ফিল্ড অফিসার আমিনুল হক, ফিল্ড অর্গানাইজার ছোবাহান আলী সহ অন্যারা কার্যক্রমে অংশনেন।