মাসুম বিল্লাহ: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের আশোয়াট গ্রামের রোমান, যিনি বছরখানেক আগে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে বাংলাদেশে ফেরত আসেন। এই বছর প্রতিবেশীর কাছ থেকে আট শতাংশ জমি বর্গা নিয়ে ধান চাষ করেছেন।
অভিবাসী ফোরামের সদস্যরা তার জমির ধান কেটে দিয়ে সহযোগিতা করেন। আড়াইহাজার, দুপ্তারা ও সাতগ্রাম ইউনিয়ন অভিবাসী ফোরামের সদস্যরা কার্যক্রমে অংশ নিয়েছেন। ওকাপের পক্ষ তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা।
বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের নিয়ে গঠিত অভিবাসী ফোরাম একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ওকাপের কর্ম এলাগুলোতে ফোরাম সদস্যরা বিদেশগামী এবং বিদেশ ফেরত কর্মীদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। বর্তমান এই দুর্যোগে তারা ত্রাণ বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন, ওকাপ আড়াইহাজারের ফিল্ড অফিসার মো: আমিনুল হক, ফিল্ড আর্গানাইজার ছোবাহান আলী, আড়াইহাজার অভিবাসী ফোরামের সভাপতি হাবিবুর রহমান, তৌফিকুর রহমানসহ অন্য রা।