মাসুম বিল্লাহ: আড়াইহাজার উপজেলার আড়াইহাজার- বিশনন্দী ফেরীঘাট সড়কের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ২ মিনিটের রাস্তা ঘন্টার পর ঘন্টা বসে থেকে সেতু পার হতে হচ্ছে। এক দিকে গরম অপর দিকে যানজট এই নিয়ে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়ছে যাত্রীরা। প্রচন্ড গরমের মধ্যে বসে থেকে নারী ও শিশুদের সবচেয়ে বেশী কস্ট হচ্ছে।
সরেজমিনে সোম ও মঙ্গলবার দেখে গেছে, যানজটের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ কাজ করেও যানজট থেকে মানুষকে রক্ষা করতে পারছে না।
কয়েকজন যাত্রী জানান, বিশণন্দী ফেরীঘাটে এত মানুষ আগে কোন সময় দেখা যায়নি। যানজট নিরসনে আরো অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবী জানান এলাকবাসী।