আবু সিদ্দিক বাদল: নারায়ণগঞ্জ জেলার আওতাভুক্ত আড়াইহাজার উপজেলাধীন গোপালদী বাজারকি লকডাউনের আওতাভুক্ত প্রশ্ন জেগেছে জনমনে। সরেজমিনে বাজার ঘুরে যে সকল চিত্র আমরা দেখতে পাই, মনে হচ্ছে এলাকাটি লকডাউনের আওতাভুক্ত। কোন দোকানদারের মুখে মাক্সতো নেই, এমনকি বাজারে আগত কোন লোকজনের মুখে ও নেই।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির সাথে আলাপ করে জানা যায়, করোনা নামক বিষয়টি সম্পর্কে অনেকেরই ধারনা নেই ।
বৃহস্পতিবার গোপালদী বাজারে আশেপাশের কয়েকটি জেলার লোকজন আগত। এতে করে করোনা ছড়াতে পারে ব্যপকহারে।জনমনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্হানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিদের এগিয়ে আসা জরুরি প্রয়োজন বলে মনে করছে স্থানীয়রা।
গোপালদী বাজারে বৃহস্পতিবার ছিল সাপ্তাহিক হাট। লকডাউনের কোন প্রভাব উক্ত বাজারে নেই। বেচাকেনা সব কিছু আগের মতোই হয়েছে। উক্ত বাজারের সকল দোকানপাট চালু রয়েছে।
তাছাড়া ও লকডাউনের মধ্যে আড়াইহাজার ও রামচন্দ্রদী বেইলী সেতুতে যানজট দেখা দিয়েছে। প্রশাসনকে আরো বেশী তৎপর হওয়ার আহবান জানান সুশীল সমাজ। এদিকে আড়াইহাজার বাজারে ও দিন বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যা ও বাড়তে থাকে।