স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় ও সহকারী শিক্ষা অফিসার আলী আকবরের বিদায়ী সংবর্ধনা সভায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার উপর গুরুত্বারোপ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: রফিকুল ইসলাম। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার রাফেজা খাতুন। উপজেলা নির্বাহী অফিসার মো: রফিকুল ইসলাম বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই কোমলমতি শিশুদের পরিস্কার পরিচ্ছন্নতার জন্য নিয়মিত সাবান হ্যান্ডস্যানিটাইজার ব্যবহারের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি নিয়মিত পুষ্টিকর খাবার সেবন করে কিনা আপনারা (শিক্ষকগণ) খোঁজ নিবেন। পরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলী আকবর সিকদারকে রূপগঞ্জ উপজেলায় বদলী হওয়ায় প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।