মাসুম বিল্লাহ: আড়াইহাজারে সৌদি আরব ফেরত স্বপন আরমানের দশ শতাংশ জমির পাকা ধান কেটে দিল অভিবাসী ফোরাম সদস্যরা। স্বপন আরমানের বাড়ি উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বাড়ৈপাড়া গিয়ে ফোরাম সদস্যরা ধান কেটে মাড়াই করে দিয়ে আসেন।
আড়াইহাজার পৌর অভিবাসী ফোরাম সভাপতি তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উচিৎপুরা ইউনিয়ন অভিবাসী ফোরামের সভাপতি আব্দুর রব, ওকাপ ফিল্ড অফিসার আমিনুল হক, ফিল্ড অর্গানাইজার ছোবাহান আলী সহ অন্যান্নরা অংশনেন।
ওকাপ ফিল্ড অফিসার মো: আমিনুল হক জানান, আমাদের এই ধান কাটার অভিযান অব্যাহত থাকবে।