মাসুম বিল্লাহ: স্বাস্থ্য বিধি মনে চলতে সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট উজ্জল অভিযান পরিচালনা করেছেন। সোমবার বিকালে তিনি আড়াইহাজার বাজার, ব্রাক্ষন্দী, বালিয়াপাড়া, দিঘলদী বাজার, কালিবাড়ি বাজারে অভিযান চালান।
ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেন জানান, স্বাস্থ্য বিধি মেনে চলে দোকান পাট খুলতে, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধি না করতে এবং সরকারী নিয়মের ভিতরে দোকান বন্ধ করা হয়েছে কিনা , তা জানার জন্য অভিযান চালিয়েছি।
তিনি আরো বলেন, করোনা মহামারি আকারে ধারন করেছে। যদি সবাই সচেতন না হই। পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মনে চলতে সবাই অনুরোধ করেন।