স্টাফ রিপোর্টার : আড়াইহাজার থানা পুলিশ কুখ্যাত মাদক ব্যবসায়ী সুমাইয়াকে (২৫)গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।
আড়াইহাজার থানার উপপরিদর্শক ( এস আই) মুঞ্জুর জানান, সুমাইয়া তালিকা ভুক্ত মাদক বিক্রিতা। দীর্ঘ দিন ধরে সে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। গোপনে খবর পেয়ে ৫০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এই ব্যাপারে থানায় মামলা হয়েছে। এই্ মামলায় তার স্বামী সোহেলসহ আরো ২ জনকে আসামী করা হয়েছে। পুলিশ জানায়, সুমাইয়া উপজেলার শীর্ষ মাদক বিক্রিতা সোনাতনের পুত্রবধু। মূলত তাদের বাড়ি থেকেই মাদক বিক্রি শুরু হয়। পরে পুরো উপজেলায় ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় তারা বেপোরোয়া হয়ে উঠে। তাছাড়া ও সুমাইয়াকে গ্রেফতারের পর এক প্রভাবশালী নেতা তাকে ছাড়িয়ে নিতে তৎবির করেন বলেও পুলিশ জানান।