মাসুম বিল্লাহ: আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি গ্রামে ৪৮ বছর বয়সের একজন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টা বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা।
তিনি জানান,করোনায় আক্রান্ত ব্যাক্তি নিজের উদ্যেগে ঢাকায় করোনা পরীক্ষা করিয়েছিলেন। আক্রান্ত রোগী এখন নিজের বাড়িতে অবস্থান করছেন। তার বাড়ির আশে-পাশে লক ডাউন করে দেওয়া হয়েছে।
এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫জন। প্রথম আক্রান্ত হয়েছিল দয়াকান্দা। এর পর দড়িবিশনন্দী ও পাচঁগাও। সবশেষ দুপ্তারা ইউনিয়নের দড়িসত্যবান্দি একজন ও বান্টিতে একজন আক্রান্ত হয়েছেন।
ডাঃ সায়মা আফরোজ ইভা আবারো সকলকে ঘরে থাকার আহবান জানান।