মাসুম বিল্লাহ : আড়াইহাজারে অজ্ঞাতনামা এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শওকত আলী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

তার বয়স ১৮-২০ হতে পারে। যুবতীর শরীরে একটি হলুদ রঙের জামা রয়েছে। তিনি আরও জানান, ওই গ্রামের ডালিম নামের এক লোকের নির্মাণাধীন ঘরের ভিতর গন্ধ পেয়ে শ্রমিকরা বাড়ির মালিককে জানান। বাড়ির মালিক পুলিশকে জানালে আড়াইহাজার থানা ও গোপালদী ফাঁড়ি পুলিশ মাটির নিচে খুঁড়ে তার লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করে। লাশটি দেখতে এলাকার শত শত লোক ভিড় জমায়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। চেহারা বিকৃত দেখে মনে হচ্ছে লাশটি ৭-৮ দিন আগের হতে পারে।