মাসুম বিল্লাহঃ আড়াইহাজারে আরো একজন করোনা আক্রান্ত রোগীর সনাক্ত করণ করা হয়েছে। সোমবার রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা: আশরাফুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত রোগীর বয়স (২৮)। তার বাড়ি উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যবান্দি গ্রামে।
তিনি আরো জানান, তিন দিন আগে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের টিম তার নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলেন। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সকলক সাবধানে থাকার অনুরোধ জানিয়েছেন।