মাসুম বিল্লাহ: আড়াইহাজার উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মঙ্গলবার দিন ব্যাপী ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্খ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা জানান, মঙ্গলবার দিন ব্যাপী উপজেলার বিভিন্ন গ্রাম, হাসপাতাল ও নির্বাহী অফিসের স্টাফসহ মোট ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরো জানান, করোনায় আক্রান্ত হয়েছে মোট ২২ জন। এদের মধ্যে ৪ জন আড়াইহাজার হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি সকলকে সাবধানে থাকার অনুরোধ জানান।