মাসুম বিল্লাহ : আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা জীবন বাজি রেখে করোনা প্রতিরোধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। মৃত্যুকে ভয় না পেয়ে তিনি প্রতিদিনই পুরো উপজেলা চষে মানুষকে ঘরে থাকতে কাজ করছেন। সেই সাথে নিশ্চিত করছেন কোয়ারেন্টাইন ও লকডাউন।
আড়াইহাজার উপজেলা জুড়েই চলছে করোনা প্রতিরোধ যুদ্ধ। এই যুদ্ধের অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা। জীবনের সবোর্চ্চ ঝুকিঁ জেনেও যাচ্ছেন প্রতিটি করোনা রোগীর বাড়িতে। সেখানে গিয়ে তিনি সকলকে সতর্ক এবং রোগীর চিকিতসা, পরিবারের সকল সদস্যদের কোয়ারেন্টাইন নিশ্চিত এর বিষয়ে কথা বলেন। যেখানে করোনা রোগীর বাড়ির আশে-পাশে কেউ যাচ্ছেন না। সেখানে তিনি লোকদের ঘরে রাখতে আহবান করতে ছুটেঁ যান।
ডাঃ সায়মা আফরোজ ইভা মৃত্যু ভয়কে তুচ্ছ জ্ঞান করে জীবন বাজী রেখে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার একান্ত চেস্টায় দুই জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ী ফেরেছেন। এরা হলেন, দয়াকান্দা মাসুদা ও দড়িবিশনন্দীর হানিফ। জানা গেছে. ডা: সায়মা আফরোজ ইভা আড়াইহাজার হাসপাতালের যোগদানের পর থেকেই অল্পদিনের মধ্যে স্বাস্থ্যসেবায় এনেছেন আমূল পরিবর্তন। নিজের কর্মকর্তা-কর্মচারীর কথা ও ভুলেননি তিনি, কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসা যাওয়ার জন্য নিজস্ব তহবিল থেকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন । মাঠ পর্যায়ে কর্মচারীদের সুরক্ষার জন্য নিজস্ব তহবিল থেকে পিপিই হ্যান্ড স্যানিটাইজার মাক্স বিতরণ করেছেন নিয়েছেন পরিবারের খোঁজ খবর।
হাসপাতালের একাধিক ডাক্তার ও কর্মচারী জানান, ওনার কাছে নির্ভয়ে যেকোন সমস্যার কথা শেয়ার করা যায়। সমাধান ও করে দিচ্ছেন। তার নেতৃত্বে কাজ করছেন সকল ডাক্তার, নার্সও অন্য স্টাফরা।